ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগ চালু হচ্ছে। এ দুটি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্সের ক্লাস শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে।

এ দুটি বিভাগ চালুর মধ্য দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মোট বিভাগের সংখ্যা দাঁড়াল সাতে।
 
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৩ সেমিস্টার থেকে সব প্রোগ্রাম আউটকাম বেজড এডুকেশন (ওবিই) সিস্টেমের মাধ্যমে শুরু হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগের আওতায় থাকছে।

ওবিই সিস্টেমের চূড়ান্ত উদ্দেশ্য হলো— গুণগত মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি)  স্বীকৃতি সনদ অর্জন করা। এ সিস্টেমের আওতায় দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষকরা পাঠদান করবেন।

সিভিল ও ফার্মেসি বিভাগের ব্যবহারিক ল্যাবগুলো অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত। এগুলো পরিচালনার জন্য অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। স্থানীয় জনগণ তাদের বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষা করে নিজেদের নির্মাণকাজ সম্পাদনের সুযোগও পাবেন এসব ল্যাবের মাধ্যমে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.