ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগ চালু
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগ চালু হচ্ছে। এ দুটি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্সের ক্লাস শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে।
এ দুটি বিভাগ চালুর মধ্য দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে মোট বিভাগের সংখ্যা দাঁড়াল সাতে।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৩ সেমিস্টার থেকে সব প্রোগ্রাম আউটকাম বেজড এডুকেশন (ওবিই) সিস্টেমের মাধ্যমে শুরু হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগের আওতায় থাকছে।
ওবিই সিস্টেমের চূড়ান্ত উদ্দেশ্য হলো— গুণগত মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি সনদ অর্জন করা। এ সিস্টেমের আওতায় দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষকরা পাঠদান করবেন।
সিভিল ও ফার্মেসি বিভাগের ব্যবহারিক ল্যাবগুলো অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত। এগুলো পরিচালনার জন্য অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। স্থানীয় জনগণ তাদের বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষা করে নিজেদের নির্মাণকাজ সম্পাদনের সুযোগও পাবেন এসব ল্যাবের মাধ্যমে।