বাকৃবিতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় বাকৃবির ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ২৫ দিনব্যাপী কর্মশালাটি শেষ হবে আগামী ১১ ডিসেম্বর।

রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিটিআইয়ের প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব। বাকৃবির অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় ট্রেনিংটি অনুষ্ঠিত হবে।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক . ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন । এছাড়া প্রশিক্ষণার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর মাছুমা হাবিব বলেন আজকে এখানে যারা প্রশিক্ষণ নিবে তারা সুযোগ পায়নি ১৭ বছর। এখন সুযোগ পেয়েছেন। এখন আপনারা নিজেদের তৈরি করে নিবেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মানুষের স্কিল হচ্ছে সেটাই যে বিষয়ে সে দক্ষ। আপনারা সবাই কাজ করেন কিন্তু আপনার দক্ষতা আরো বৃদ্ধির জন্যই এই প্রশিক্ষণ। প্রতিটা প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে প্রশিক্ষক নিয়ে আসতে হবে যাতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাদের সাথে সম্পর্ক স্থাপন হয়। এটা খুবই জরুরী। ট্রেনিং চলাকালীন ট্রেনিংয়ের পাশাপাশি নিজেদের দায়িত্ব পালন করার দিকে নজর রাখতে হবে যাতে বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ না হয়ে যায়। আন্ত:বিশ্ববিদ্যালয় ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে জিটিআই এর অগ্রগতি ভূমিকা পালন করতে শুরু করেছে। আপনারা এই প্রশিক্ষণে আগ্রহী ও মনোযোগী হবেন এই প্রত্যাশা করি। 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.