কুয়েত ভিসার দাম কত ২০২৪ | কুয়েত যেতে কত টাকা লাগে

আপনি কি কুয়েতে যেতে আগ্রহী? তাহলে জেনে নিন কুয়েত ভিসার দাম কত, কুয়েত যেতে কত টাকা লাগে ও কত বয়স লাগে সম্পর্কে বিস্তারিত তথ্য। 

প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে হাজার হাজার মানুষ কুয়েত যাচ্ছে। তবে অধিকাংশ মানুষ কুয়েত ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানে না।

তাই আপনাদের জন্যে এই পোস্টে কুয়েত ভিসার দাম কত ও কুয়েত যেতে কত বছর বয়স লাগে তা সম্পর্কে সকল তথ্য শেয়ার করবো।

কুয়েত ভিসার দাম কত ২০২৪

কুয়েত ভিসার দাম কত তা নির্ভর করে কুয়েত ভিসা ক্যাটাগরির উপর। বাংলাদেশ থেকে ৩ ক্যাটাগরির ভিসা নিয়ে কুয়েত যেতে পারবেন। 

এগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট/কাজের ভিসা, টুরিস্ট/ভ্রমণ ভিসা ও স্টাডি/স্টুডেন্ট ভিসা। 

তবে বেশিরভাগ বাংলাদেশী কুয়েত যায় কাজের ভিসা নিয়ে। বর্তমানে কুয়েত কাজের ভিসার দাম ৫ থেকে ৭ লক্ষ টাকা। 

কুয়েত যেতে কত টাকা লাগে? 

বাংলাদেশ থেকে কুয়েতে যেতে নূন্যতম ৫ থেকে ৭ লাখ টাকা। আবার কারো কারো এর থেকেও কম টাকা লাগে। 

কুয়েত যাওয়ার জন্য অবশ্যই সরকারি এজেন্সিতে যোগাযোগ করবেন। কারণ সরকারি এজেন্সির মাধ্যমে কুয়েতে যেতে তুলনামূলকভাবে কম টাকা খরচ হবে। 

আর আপনি যদি দালাল সংস্থার মাধ্যমে কুয়েতে যেতে চান তাহলে খরচের চেয়ে ১/২ লাখ টাকা বেশি লাগবে।

এছাড়া আপনার কোন আত্মীয় যদি কুয়েতে কর্মরত থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে ভিসার জন্য এপ্লাই করুন। এক্ষেত্রে টাকা অনেক কম লাগে।

কুয়েত যেতে কাগজপত্র কি কি লাগে?

কুয়েত ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কি কি কাগজপত্র লাগবে দেখে নিন।

  • কুয়েত কাজের ভিসা আবেদন ফরম 
  • সর্বনিম্ন ৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
  • সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  • আবেদনকারীর মেডিকেল রিপোর্ট 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 
  • ব্যাংক স্টেটমেন্ট 
  • করোনা ভ্যাকসিনের টিকা সনদ 
  • কুয়েত জব অফার লেটার 

কুয়েত কাজের ভিসা আবেদন করার নিয়ম

বর্তমান সময়ে কুয়েত কাজের ভিসা নিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এরকম প্রতারণা এড়াতে আপনি ঘরে বসে কুয়েত ভিসার জন্য আবেদন করতে পারেন। 

প্রযুক্তির এই সময়ে, হাতে থাকায় স্মার্টফোন দিয়ে কুয়েত কাজের ভিসার জন্য আবেদন করা যাবে। কুয়েত কাজের ভিসা আবেদন করার নিয়ম দেখে নেয়া যাক। 

কুয়েত কাজের ভিসার জন্য আবেদন করতে https://kuwait.mofa.gov.bd/ ক্লিক করুন। 

তারপর আপনার সামনে একটি ওয়েবসাইট আসবেন। এখান থেকে আবেদন ফরম অপশনে ক্লিক করুন। 

এখন আবেদনকারীর যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার সময় মিথ্যা কোন তথ্য দেওয়া যাবে না। 

ভালোভাবে আবেদন ফরম পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে শেষ করতে হবে।

অনলাইনের আবেদন প্রক্রিয়াটা অনেকের কাছে কঠিন মনে হবে। সরাসরি বাংলাদেশে অবস্থিত কুয়েত ভিসা এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। 

কুয়েত এম্বাসি ঠিকানা ও মোবাইল নাম্বার

বাংলাদেশে অবস্থিত কুয়েত ভিসা এম্বাসির ঠিকানা: হাউস নং ১৬, রোড নং ৪, বারিধারা, ঢাকা ১২১২, বাংলাদেশ।  

টেলিফোন নাম্বার: (+880) 2 882-2700 to 3, মেইল: kuwait_embd@yahoo.com 

কুয়েত কোন কাজের চাহিদা বেশি?

কুয়েতে প্রায় সব ধরনের কাজের চাহিদা বেশি অনেক বেশি। তবে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি।

তাই কুয়েতে যাওয়ার আগে অবশ্যই যেকোন একটি কাজের উপর প্রশিক্ষণ নিতে হবে। কুয়েত কোন কোন কাজের চাহিদা বেশি নিচে তার নিম্নরূপ:

  • ইলেকট্রিশিয়ান
  • নির্মাণ শ্রমিক 
  • ড্রাইভিং 
  • ক্লিনার 
  • ডেলিভারি ম্যান 
  • বিক্রয় প্রতিনিধি 
  • কৃষিকাজ 
  • কোম্পানি কাজ 
  • হোটেল-রেস্টুরেন্ট জব

কুয়েত কাজের বেতন কত? 

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় কুয়েতে কাজের বেতন অনেক বেশি। তবে এজন্য শ্রমিককে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। 

কুয়েতে প্রথম অবস্থায় একজন কর্মীর মাসিক বেতন সর্বনিম্ন ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরবর্তীতে কাজের অভিজ্ঞতা হলে বেতন আরো বৃদ্ধি পাবে। 

আবার সকল শ্রমিকের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তাদের মাসিক বেতন নূন্যতম ৭০ থেকে ৮০ হাজার টাকা। 

কুয়েত যেতে কত বছর বয়স লাগে 2024

ওয়ার্ক পারমিট ভিসায় কুয়েত যেতে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে কুয়েত টুরিস্ট ভিসার জন্য বয়সের কোন সীমাবদ্ধতা নেই। 

FAQ’s 

কুয়েত ভিসা বন্ধ না খোলা

করোনাকালীন সময়ে কিছু মাস কুয়েত ভিসা বন্ধ ছিল। পরবর্তী সময়ে আবারও কুয়েত ভিসা চালু করা হয়। বর্তমানে কুয়েত ভিসা খোলা রয়েছে। 

বর্তমানে কুয়েতের ভিসা কত?

বর্তমানে কুয়েত কাজের ভিসার দাম সর্বনিম্ন ৫ থেকে ৭ লক্ষ টাকা। 

কুয়েতে সর্বনিম্ন বেতন কত?

নতুন কর্মীদের কুয়েতে সর্বনিম্ন বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা ।

Md Parvez Hossen

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের https://visacheckbd.com/ এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.