এক লাখ বেকার যুবককে প্রশিক্ষণ দেবে বাউবি : উপাচার্য

বাংলাদেশের প্রশিক্ষণবিহীন বেকার যুবকের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এ এক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে এক লক্ষ যুবককে বাউবি থেকে প্রশিক্ষণ দেয়া হবে। বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান জানান, যে সমস্ত যুবক শিক্ষা, প্রশিক্ষণ বা কর্মরত নেই তাদের এসএসসি (ভোকেশনাল) প্রোগ্রামের মাধ্যমে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় এ বিষয়ে ১৯ নভেম্বর বিশ্বব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর ও বাউবি-এর প্রতিনিধিদের নিয়ে বাউবি’র ঢাকাস্থ কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এতে বাউবির প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রকল্প পরিচালক কাজী মোখলেসুর রহমান, বিশ্বব্যাংকের আর্ন প্রজেক্ট কনসালটেন্ট রওনাক জাহান, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ মামুন মিয়া, বাউবির রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, আইকিউএসি’র পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি হতে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ৪ ডিসেম্বর বাউবি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর করার বিষয়ে এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সোর্স:  আলোকিত বাংলাদেশ 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.