টি-শার্ট ১২ টাকা ও প্যান্ট ৭২ টাকায় রপ্তানি!

দেশে ডিমের চেয়ে কম দামে টি-শার্ট রপ্তানি হচ্ছে। নানা কারসাজির পরও গরিবের আমিষ হিসেবে পরিচিত ডিমের দাম দাঁড়িয়েছে প্রতিটি প্রায় ১৪ টাকা। আর প্রতিটি টি-শার্ট রপ্তানি হচ্ছে ১১ সেন্ট বা দেশীয় মুদ্রায় মাত্র ১২ টাকায়। এ তথ্যে অনেকেই হয়তো বলবেন, যে দেশে ফুটপাতেও ২০০ টাকার নিচে কোনো টি-শার্ট পাওয়া যায় না, সে দেশ থেকে এত কমদামে এই পণ্য কিভাবে রপ্তানি হতে পারে?  বিষয়টি অবিশ্বাস্য হলেও বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পর্যবেক্ষণে এমনটাই জানা গেছে।

গোয়েন্দারা মনে করছেন, এর সঙ্গে অর্থপাচারের নিবিড় সম্পর্ক আছে। বিএফআইইউয়ের আরো পর্যবেক্ষণ দেশ থেকে টি-শার্টের পাশাপাশি প্যান্ট রপ্তানি হয়েছে প্রতিটি ৬৬ সেন্ট বা দেশীয় মুদ্রায় মাত্র ৭২ টাকায়। অর্থপাচারে বড় রপ্তানিকারকদের ব্যাপক দুর্নীতির পর এবার অখ্যাত প্রতিষ্ঠান ‘এমআই ট্রেডিং’-এর এই ঘটনা সামনে এসেছে। প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছ থেকে আমদানি-রপ্তানির ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে।

Source: RMG Bangladeh.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.