বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট ৫০ প্রো

ইনফিনিক্স বাংলাদেশে তাদের হট ৫০ সিরিজের নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ উন্মোচন করেছে। ৭.৪ মিমি প্রিমিয়াম স্লিম ডিজাইনের ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬ ন্যানোমিটারের চিপসেটটি অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ দ্বারা পরিচালিত মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতা ও ৫০০০ মিলিঅ্যম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটিতে আইপি ৫৪ রেটিং থাকায় বাইরের ধুলোবালি এবং বৃষ্টির মতো স্বল্পমাত্রার পানির স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেয়।

স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্সের এআই ফিচারটি ছবি থেকে সহজেই অবজেক্ট মুছে ফেলা থেকে শুরু করে ডিভাইসের অপটিমাইজেশনসহ বিভিন্ন কার্যকরী সুবিধা দেয়।

টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক এই তিনটি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে এবং এর বাজার মূল্য ১৮,৯৯৯ টাকা।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.