পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা 

টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৪’

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে’বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

টেক্সটাইল টুডে রাজধানীর রিজেন্সি হোটেলে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৪’  অনুষ্ঠানের প্রধান অতিথি  এম. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় উপদেষ্টা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। 

তিনি আরও বলেন, দেশে পাটের অনেক ফেব্রিকস তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দূতাবাসে পাটপণ্য প্রদর্শনীর কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের পাটপণ্যের আরো বেশি প্রচার হবে। টেক্সটাইল এবং পাটখাতে বেশি গবেষণার জন্য আলাদা গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তুতি হচ্ছে। ইংরেজি ভাষা দুর্বলতায় অনেকে চাকরি পায় না, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারে মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মোট চারটি ক্যাটাগরিতে চারটি কোম্পানিকে এই পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো, মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস- মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাতেম, সভাপতি, বিকেএমইএ ও শওকত আজিজ রাসেল, সভাপতি, বিটিএমএ এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)। ‍

Source:দৈনিক জনকন্ঠ ।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.