হালকা প্রকৌশল শিল্প পার্ক হবে
হালকা প্রকৌশল খাতের উন্নয়নে বিসিক শিল্পাঞ্চলে আলাদা শিল্প পার্ক করবে শিল্প মন্ত্রণালয়। এ খাতের উন্নয়নে বিশেষ প্রণোদনাও দেওয়া হবে। সোমবার এসএমই উন্নয়ন কমিটির বৈঠকে এসব কথা জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) এসএমই উন্নয়ন কমিটির এ বৈঠক রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। শিল্প সচিব এ কমিটির কো-চেয়ার। অনুষ্ঠানে কমিটির বেসরকারি খাতের কো-চেয়ার চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেন, হালকা প্রকৌশল শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ৩ শতাংশ। এ শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়কে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে ‘হালকা প্রকৌশল শিল্পের উন্নয়ন নীতি ২০২২’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। এতে তিনি বলেন, কার্যকর কর্মকৌশল উন্নয়নে নীতিমালা আরও আধুনিক করা দরকার। এ খাতের জন্য বিশেষায়িত শিল্প পার্ক, শিল্প ক্লাস্টার, ই-কমার্স প্ল্যাটফর্ম, শ্রমিকদের রি-স্কিলিং ও আপস্কিলিংয়ের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। হালকা প্রকৌশলসামগ্রীর বছরভিত্তিক উৎপাদন ও রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণেরও প্রস্তাব দেন তিনি। কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
উৎসঃ দৈনিক সমকাল ।