চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুণ্ডে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ পরিদর্শন করেছেন।

এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুনতাহার উদ্দিন সাকিব ও টেকনিক্যাল ডিরেক্টর তাসনুভা আফরিন এর সার্বিক সহযোগিতায় ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক মুরাদুর রহমান ও নাসরিন জোবাইদা এর তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়।এলবিয়ন ল্যাবরেটরিজ এর টেকনিক্যাল ডিরেক্টর তাসনুভা আফরিন বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন এবং প্রশ্নের জবাব দেন।  

এ সময় এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুনতাহার উদ্দিন সাকিব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য শিল্পের মধ্যে ওষুধ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ওষুধ শিল্পের গুণগতমান বজায় রেখে এই শিল্পের উন্নয়নে প্রয়োজন দক্ষ ফার্মাসিস্ট। আগামীদিনে আপনারা নিজেদের একজন দক্ষ ফার্মাসিস্ট হিসেবে তৈরি করতে পারবেন- এই প্রত্যাশা আমাদের রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আপনাদের জন্য সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিদর্শন বিষয়ে ছাত্র-ছাত্রীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষে কর্মজীবনে প্রবেশের পূর্বে সহ কার্যক্রম হিসেবে বিভাগের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেখাপড়ার পাশাপাশি এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এলবিয়ন ল্যাবরেটরিজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই।  

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের পক্ষ হতে এলবিয়ন ল্যাবরেটরিজ এর ম্যানেজিং ডিরেক্টর মুনতাহার উদ্দিন সাকিব ও টেকনিক্যাল ডিরেক্টর তাসনুভা আফরিনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ফার্মেসি বিভাগের প্রভাষক মুরাদুর রহমান ও নাসরিন জোবাইদা।  

উৎসঃ বাংলা নিউজ 24.com।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.